Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে অগ্নিকান্ডে ৩ বসতঘর ভস্মীভূত

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:১৭ পিএম

রাউজানে অগ্নিকান্ডে ৩টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। গত বুধবার মধ্যরাতে উপজেলার বিনাজুরী ইউনিয়নের পূর্ব ইদিলপুর গৌবিন্দ ঠাকুরের মন্দিরের পার্শ্বে ১নং ওর্য়াড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিটের সুজিত বড়ুয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঐ সময়ে সম্পূর্ণভাবে পুড়ে যায় ৩ বসতঘর। এতে সুজিত বড়ুয়া (৪৮) ঘর সহ পার্শ্ববর্তী রিপন বড়ুয়া (৪২) ও সুদীপ বড়ুয়া (৩৫) বসতঘর সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। এতে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ