মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বিদেশি ত্রাণ সহায়তা প্রত্যাহারের অংশ হিসেবে কলম্বিয়ার সঙ্গে সীমান্ত সংযোগ বন্ধ করে দিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকার। বিরোধী দলের চাওয়া আর কোনো সহায়তা যেন দেশটিতে প্রবেশ করতে না পারে মূলত সেজন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলম্বিয়ান কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এই সীমান্ত বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা এবং কলম্বিয়া সীমান্ত একটি মাত্র সেতুর ওপর দিয়ে সংযুক্ত। মূলত সেই সেতুটি ব্যবহার করে যেন কলম্বিয়া এবং বাইরের কোনো দেশের ত্রাণ সহায়তা ভেনেজুয়েলায় প্রবেশ করতে না পারে সেজন্য তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে মাদুরো নেতৃত্বাধীন সরকার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ফটো সাংবাদিকের তোলা ছবিতে দেখা যায়, তিন লেনের তিয়েন্দিতাস ব্রিজটির ওপর ফেলে রাখা হয়েছে দুটি বড় আকারের কন্টেইনার এবং একটি তেলের ট্যাংকার। আর এগুলো ঠিক এমনভাবে ফেলে রাখা হয়েছে যেন তার ওপর দিয়ে কোনোভাবেই যেকোনো যানবাহন চলাচল করতে না পারে।
উল্লেখ্য, ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো বেশ কয়েকদিন আগে দেশটিতে বৈদেশিক মানবিক সাহায্য পাঠানোর জন্য আবেদন করেছিলেন। মূলত এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্বের বেশ কয়েকটি দেশ সেখানে সাহায্য পাঠানোর উদ্যোগ গ্রহণ করে। তবে সেই ত্রাণ সাহায্যগুলো যেন কোনোভাবে ভেনেজুয়েলায় প্রবেশ করতে না পারে মূলত সেজন্য সীমান্ত সেতু বন্ধ করে দিয়েছে মাদুরো সরকার। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমরা ভিক্ষুক নই। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো সাহায্য গ্রহণ করে আমি আমার দেশকে ছোট করতে পারবো না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।