Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপির সভায় হেলমেট পরে সাংবাদিকদের প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৪৬ পিএম

সভা করছেন বিজেপি নেতারা। আর সেই সভায় হেলমেট পড়ে খবর সংগ্রহ করছেন সাংবাদিকরা। গত শনিবার মধ্যপ্রদেশে বিজেপির সভায় খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সুমন পাণ্ডে নামে এক সাংবাদিক। তারপর থেকেই হামলার হাত থেকে বাঁচতে এই পন্থা অবলম্বন করেছেন অন্যান্য সাংবাদিকরা। তাদের দাবি, এতে এক ঢিলে দুই পাখি মারা হবে। ঘটনার প্রতীকী প্রতিবাদও করা হবে এবং যদি হামলা হয়ও সেক্ষেত্রে মাথা অন্তত সুরক্ষিত থাকবে।
এর আগে রায়পুরে বিজেপির জেলা কমিটির সভায় খবর সংগ্রহে গিয়েছিলেন সুমন পাণ্ডে। কিন্তু ভিডিও করার সময় হঠাৎই তার উপর ঝাঁপিয়ে পড়েন বিজেপির কয়েকজন কর্মী। ঘটনায় মাথায় আঘাত পান সুমন। পরে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানান, ‘আমি বিজেপির সভার ভিডিও তুলছিলাম। কেন ভিডিও করছি? এই প্রশ্ন করে সেসময় কয়েকজন বিজেপি কর্মী আমার সঙ্গে বচসা শুরু করেন। রাজীব আগরওয়াল এবং উৎকর্ষ ত্রিবেদী নামে দু’জন আমাকে ভিডিওটি মুছে ফেলতে বলেন। কিন্তু আমি না করায়, তারা আমাকে মারধর শুরু করেন এবং জোর করে ভিডিওটি মুছে দেন। এরপর আমাকে ২০ মিনিট মিটিংরুমে বসিয়ে রাখা হয়। এরপর বাইরে বেরিয়ে আমি বাকিদের ঘটনাটি জানাই।’
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য সাংবাদিকরা। পরে তারা বিজেপি অফিসে গিয়ে অপরাধীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখান। পরে ওই সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে রায়পুর বিজেপির প্রধান রাজীব আগরওয়াল–সহ মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিস। পরে বিতর্ক এড়াতে সুমন পাণ্ডের কাছে ক্ষমাও চান ছত্তিশগড়ে বিজেপির মুখপাত্র সচ্চিদানন্দ উপাসানে। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ