Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোপা ক্ল্যাসিকোয় জেতেনি কেউই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩৫ পিএম

লুকাস ভাসকেসের গোলে শুরুটা দুর্দান্ত হলো রিয়াল মাদ্রিদের। তবে জাল অক্ষত রাখতে পারল না সান্তিয়াগো সোলারির দল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মালকমের গোলে রোমাঞ্চকর ড্রয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা।
কাম্প নউয়ে বুধবার রাতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগটি ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো রিয়াল দারুণ গোছানো এক আক্রমণে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায়। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের ক্রস ধরে ছোট ডি-বক্সে বল বাড়ান করিম বেনজেমা। আর প্রথম ছোঁয়ায় নিখুঁত শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ভাসকেস।
বার্সেলোনার বিপক্ষে এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৫টি অ্যাওয়ে ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেল রিয়াল।
বাঁ দিক দিয়ে গতিতে বারবার বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ানো ভিনিসিউস ২২তম মিনিটে আরেকটি দারুণ ক্রস বাড়ান ডি-বক্সে। ফাঁকায় পেয়েছিলেন টনি ক্রুস; কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন তিনি।
সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা বার্সেলোনা ৩৩তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয়। মালকমের ফ্রি-কিকে ইভান রাকিতিচের হেড গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে বাধা পায়। দুই মিনিট পর আট গজ দূর থেকে লুইস সুয়ারেসের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে রুখে দেন কেইলর নাভাস।
দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালের খেলায় গতির অভাব ছিল স্পষ্ট। সেই সুযোগে চাপ বাড়ানো বার্সেলোনা ৫৭তম মিনিটে কাঙ্ক্ষিত সমতাসূচক গোলের দেখা পায়।
রক্ষণ ভেঙে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া জর্দি আলবাকে ঠেকাতে ছুটে আসেন নাভাস। আলগা বল পেয়ে জোরালো শট নেন সুয়ারেস; বল পোস্টে লেগে চলে যায় ডান দিকে অরক্ষিত মালকমের পায়ে। বাঁ পায়ের উঁচু শটে কাছের পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৬৪তম মিনিটে উভয় দল একই সঙ্গে দুটি করে পরিবর্তন আনে। কৌতিনিয়ো ও রাকিতিচকে বসিয়ে মেসি ও আর্তুরো ভিদালকে নামায় বার্সেলোনা। আর ভিনিসিউস ও মার্কোস লরেন্তেকে তুলে গ্যারেথ বেল ও কাসেমিরোকে নামায় অতিথিরা।
তাতে ম্যাচে নতুন করে গতি ফেরে। মাঠে নামার খানিক পরেই দারুণ ক্ষিপ্রতায় কজনকে কাটিয়ে অনেকটা এগিয়ে যান মেসি, তাকে ফাউল করে থামান ভাসকেস।
৮৩তম মিনিটে বেনজেমার পাস ডি-বক্সের মুখে পেয়েছিলেন বেল। ভিতরে ঢুকে এক জনকে কাটান ওয়েলস ফরোয়ার্ড; কিন্তু শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি।
অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি পর্বে মাঠে নামবে রিয়াল। আর গত চারবারসহ সর্বোচ্চ ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা নামবে টানা পঞ্চমবার ফাইনালে ওঠার হাতছানিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ