নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুই অর্ধের যোগ করা সময়ের গোলে এভারটনের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরেছে পেপ গুয়ার্দিওলার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতে সিটি। আইমেরিক লাপোর্তে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল জেসুস।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দাভিদ সিলভার ফ্রি-কিকে হেডে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার লাপোর্ত।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে ছিল সিটি। কিন্তু আর গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যানচেস্টারের দলটি।
কেভিন ডি ব্রুইনের বুদ্ধিদ্বীপ্ত পাস নিয়ন্ত্রণে নিয়ে জেসুসের নেওয়া প্রথম শট পোস্টে লেগে ফেরে। পরে ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।
২৬ ম্যাচে ২০ জয় ও ২ দুই ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।
লিগে ১১তম হারের স্বাদ পাওয়া এভারটন ২৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।
২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ৪৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড পঞ্চম ও ৪৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল ষষ্ঠ স্থানে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।