Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাকাশে ৪০তম স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:২০ পিএম

ভারতের ৪০তম স্যাটেলাইট হিসেবে ‘লেটেস্ট কমিউনিকেশন স্যাটেলাইটকে’(জিএসএটি-৩১) সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। এটি চলতি বছরে দেশটির স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আএসআরও) তৃতীয় সফল উৎক্ষেপণ। সংস্থাটির দেওয়া বিবৃতির বরাতে করা প্রতিবেদনে এ স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকালে ফরাসি গুয়ানা থেকে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এ সময় কোরো’র এরিয়ান লঞ্চ কমপ্লেক্স থেকে উৎক্ষেপণের ৪২ মিনিটের মধ্যে জিএসএটি-৩১ তার নির্ধারিত কক্ষপথে অবস্থান গ্রহণ করে। ভারতের এ স্যাটেলাইটটির উৎক্ষেপণ কেন্দ্রটি দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত। যেখান থেকে স্থানীয় সময় দিবাগত রাত ২টা ৩১ মিনিটে এটি উৎক্ষেপণ করা হয়।
এদিকে আএসআরও’র সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের (এসডিএসসি) পরিচালক এস পণ্ডিয়ান বলেন, ‘এরিয়ান-৫ বোর্ড থেকে জিএসএটি-৩১ স্যাটেলাইটটিকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এতে আমরা ভীষণ আনন্দিত। তাছাড়া এটি ২০১৯ সালে ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তৃতীয় সফল মহাকাশ মিশন।’
এসডিএসসির এ পরিচালক আরও বলছেন, ‘জিএসএটি-৩১ ভারতের ৪০তম কমিউনিকেশন স্যাটেলাইট। এটি আগের ইনস্যাট স্যাটেলাইটটিকে প্রতিস্থাপন করবে। যার মেয়াদ এখন প্রায় শেষের দিকে আছে। প্রায় দুই হাজার ৫৩৫ কেজি ওজনের জিএসএটি-৩১ ইনস্যাট স্যাটেলাইট মানুষদের কাছে এক ধারাবাহিক পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হবে।’
উল্লেখ্য, স্যাটেলাইটটির ক্ষমতা ৪ দশমিক ৭ কিলোওয়াট। এর কভারেজ এরিয়া ভারতীয় মূল ভূখণ্ড এবং দ্বীপাঞ্চল। তাছাড়া এর মেয়াদ ধার্য করা হয়েছে ১৫ বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ