মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইডোর অনুরোধে যুক্তরাষ্ট্র দেশটিতে ত্রাণ সহায়তা পাঠালেও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তা পথেই আটকে দিয়েছেন। স্থানীয় ত্রাণ সংস্থা ও সংশ্লিষ্টদের মতে, ওই ত্রাণ কী আদৌ ভেনিজুয়েলায় পৌঁছাবে নাকি পৌঁছাতে পারবে না, তা নিশ্চিত নয়। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ত্রাণ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রকে তেলের ওপর আরোপিত অবরোধকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের সহায়তাকে ‘সম্মানহানি’র প্রচেষ্টা আখ্যায়িত করে তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলার মানুষ ভিক্ষুক নয়।’
এর আগে ২৩ জানুয়ারি পশ্চিম সমর্থিত দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান হুইডো বলেছিলেন, ‘ভেনেজুয়েলিয়ানদের সহায়তা দেওয়ার জন্য আমি আন্তর্জাতিক ‘ত্রাণ সহযোগীদের’ নেটওয়ার্ক বানাতে চাই।’ মূলত তার অনুরোধেই ভেনেজুয়েলার জন্য ত্রাণ পাঠানোর কথা ভেবেছিল যুক্তরাষ্ট্র।
পরে গত ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানির (পিডিভিএসে) ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রাম্প প্রশাসন। মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগে চাপ সৃষ্টিতে তখন এমন সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে যদিও এই প্রসঙ্গ টেনে মাদুরো যুক্তরাষ্ট্রের উদ্দেশে তার ভাষণে বলেছিলেন, ‘ভেনেজুয়েলাকে সহায়তা দিতে চাও? তাহলে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করো।’
মাদুরো আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ নিয়ে আমি ভেনেজুয়েলার মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবো না। আমি অঙ্গীকার করছি মার্কিন সাম্রাজ্যবাদের হাত থেকে ভেনেজুয়েলাকে আমি যে কোনো মূল্যে রক্ষা করবো।’
উল্লেখ্য, বিপুল সম্পদের অধিকারী এই দেশটির প্রধান অর্থনৈতিক খাতই হচ্ছে তেল। গত সোমবার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদুরো অঙ্গীকার করে বলেন, ‘জীবন দিয়ে আমি দেশকে রক্ষা করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।