Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নয়াদিল্লিতে ফিরেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটার পর যুক্তরাষ্ট্র থেকে রাজধানী নয়াদিল্লিতে ফিরেছেন ভারতের পরলোকগত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী ভদ্র। ব্যক্তিগত সফর শেষে গত সোমবার তিনি ফিরেই সাক্ষাত করেছেন তার ভাই ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে।
দু’সপ্তাহ আগে তাকে উত্তর প্রদেশ পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক হিসেবে তাকে নিয়োগ করে কংগ্রেস। এর মধ্য দিয়ে ভারতে দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক ভবিষ্যতের আলোচনা, জল্পনার অবসান হয়েছে। প্রিয়াংকা উত্তর প্রদেশে তার দলীয় ইউনিটের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তার আগে তাকে অল ইন্ডিয়া কংগ্রেসের রাজ্য প্রধানদের সঙ্গে বসার কথা। এমন সভা আহ্বান করেছেন তার ভাই ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
আগামীকাল বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা। আগামী শনিবার কংগ্রেস দলীয় নেতাদের আরো একটি বৈঠকে হাজির থাকার কথা প্রিয়াংকার। এ মাসের শেষের দিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রিয়াংকা রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করার পর এটাই এমন প্রথম বৈঠক। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ