Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপের আল্টিমেটাম প্রত্যাখ্যান মাদুরোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৩৫ পিএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরোধী পক্ষের নেতা হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ৷ তারা মাদুরোর প্রতি শিগগিরই নির্বাচন দেবার আহ্বানও জানিয়েছে৷ সে আহ্বান প্রত্যাখ্যান করেছেন মাদুরো৷
ইউরোপের যে দেশগুলো মাদুরোবিরোধী অবস্থান নিয়েছে সেগুলোর মধ্যে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও স্পেন ছাড়াও রয়েছে পর্তুগাল, অস্ট্রিয়া, সুইডেন, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডস৷ তবে ইটালি এখনো সে পথে পা বাড়ায়নি৷ রাশিয়া ইউরোপের দেশগুলোর এমন অবস্থানের নিন্দা জানিয়ে বলেছে, ‘অনধিকার চর্চা৷’
গুয়াইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই নেতার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘শিগগিরই নির্বাচনের ঘোষণা দিন৷ নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক হতে হবে৷’
ভেনেজুয়েলার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের পক্ষ থেকে যেন সাহায্য পাঠানো যায়, সে চেষ্টা করা হবে বলে তিনি জানান৷
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জেরেমি হান্ট এর কিছু পরই টুইটারে লেখেন যে তিনি আশা করেন, ‘এর মধ্য দিয়ে দেশটিতে মানবিক বিপর্যয়ের অবসান ঘটবে৷’
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখ্যো টুইট বার্তায় লিখেছেন, ‘ভেনেজুয়েলার জনগণের নিজেদের মতামত বাধাহীন ও গণতান্ত্রিক উপায়ে প্রকাশের অধিকার রয়েছে৷’
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জাপানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হুয়ান গুয়াইদোকে আমরা সমর্থন দিয়েছি, যেন তিনি যত দ্রুত সম্ভব দেশটিতে একটি স্বাধীন, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারেন৷’
এদিকে স্প্যানিশ টেলিভিশন সেক্সটা ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে মাদুরো এই চাপে ‘নতি স্বীকার করবেন না’ বলে জানিয়েছেন৷ ‘কেন ইউরোপীয় ইউনিয়ন একটি দেশকে বলবে যে, সে দেশে নির্বাচন করতে হবে, যেখানে দেশটিতে এরই মধ্যে একটি নির্বাচন হয়েছে? তাদের সমর্থিত ডানপন্থিরা জেতেনি বলে?’ প্রশ্ন তোলেন মাদুরো৷ ‘তারা আমাদের একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে,’ মন্তব্য করেন তিনি৷
ইউরোপের আগে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও কয়েকটি ল্যাটিন দেশ গুয়াইদোকে আগেই সমর্থন দিয়েছে৷ ৩৫ বছর বয়সি গুয়াইদো তেলসমৃদ্ধ দেশটির সমাজবাদী নেতা মাদুরোকে ক্ষমতাচ্যুত করা, একটি অন্তবর্তী সরকার গঠন করা এবং প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ মাদুরোর আমলে তেলনির্ভর ভেনেজুয়েলা কঠিন অর্থনৈতিক সংকটে পড়েছে৷ ভয়াবহ মুদ্রাস্ফীতি হয়েছে এবং খাদ্য ও ঔষধের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে৷
গত কয়েক বছর ধরে মাদুরোবিরোধী আন্দোলন চালিয়ে আসা পপুলার উইল পার্টির সদস্য গুয়াইদো গত ২৩ জানুয়ারি এক সমাবেশে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন৷
এদিকে যুক্তরাষ্ট্র ২ কোটি ডলারের সাহায্য দিতে চেয়েছে৷ কিন্তু মাদুরো তা ঢুকতে দিতে নারাজ৷ গুয়াইদো ব্রাজিল ও কলম্বিয়া সীমানা দিয়ে এসব সাহায্য ঢুকতে দেবার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনেজুয়েলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ