মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আপাতত গ্রেফতার হতে হচ্ছে না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। তবে অবশ্যই তাকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের জেরার সামনে হাজির হতে হবে। যে কারণে নিরপেক্ষ স্থান হিসাবে মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থিত সিবিআই দফতরেই পুলিশ কমিশনার রাজীবকে হাজিরা দিতে হবে।
চলমান সিবিআই বনাম কলকাতা পুলিশ মামলার শুনানিতে মঙ্গলবার আদালত এ নির্দেশ দেন। ভারতীয় সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের বরাতে করা প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সিবিআই কর্মকর্তাদের দায়ের করা আদালত অবমাননার মামলায় আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারসহ তিনজনকে নোটিস পাঠিয়েছে দেশটির সর্বোচ্চ এ আদালত। মূলত এই জবাব পাওয়ার পরই আদালত ঠিক করবে, তাদের হাজিরা দিতে বলা হবে কি না। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি।
মঙ্গলবারের শুনানিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি অভিযোগ করে বলেন, ‘সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হয়েছে। এত তাড়া কেন? শেষ পাঁচ বছরে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের কোনো একটি অভিযোগও আনা হয়নি।’
কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই কর্মকর্তাদের যাওয়া নিয়ে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খন্নার সম্মিলিত এক বেঞ্চে এই মামলার শুনানি করা হয়। এ সময় সিবিআই কর্মকর্তাদের পক্ষ থেকে একটি হলফ নামা জমা দেওয়া হয়। শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘আপনাদের আবেদন পড়েছি। এতে (নথি লোপাটের প্রমাণ) কিছুই নেই। আপনারা যদি প্রমাণ করতে পারেন, উনি প্রমাণ লোপাট করেছেন বা এক বারও সে কথা ভেবেছেন, তা হলে তাকে এমন শিক্ষা দেওয়া হব যে তিনি কঠিন অনুতাপ ভোগ করবেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।