Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যাত্রীকে দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, গালফ এয়ারের কর্মী আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

যাত্রীকে ভুল বুঝিয়ে ইয়াবা পাচারের চেষ্টার অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গালফ এয়ারের এক ট্রাফিক অ্যাসিস্ট্যান্টকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক ওই কর্মীর নাম রাশেদ মিয়া। এ সময় তার কাছ থেকে ১২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। গতকাল ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ আস সাদিক বলেন, গালফ এয়ারের যাত্রী বাবুল সুত্রধর বিমানবন্দরে আসার পর গালফ এয়ারের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রাশেদ মিয়া তাকে অনুরোধ করেন একটি ছোট প্যাকেট বাহরাইনে পৌঁছে দেওয়ার জন্য। এতে তিনি রাজিও হয়ে যান। কিন্তু মনে তার ক্ষীণ সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি কর্তব্যরত পুলিশকে জানান। পরে ওই প্যাকেট খুলে ১২শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এরপর রাশেদকে গ্রেফতার করা হয়। পুলিশের এই কর্মকর্তা অপরিচিত কারো কোন কিছু বহন করতে যাত্রীদের নিষেধ করেন। এতে নিজেই বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ