মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত পশ্চিমবঙ্গসহ আসাম বরাবর বাংলাদেশ সীমান্ত নতুন প্রযুক্তিতে সিল করতে চায় বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি শনিকার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারা জেলার ফালাকাটায় এক নির্বাচনী জনসভায় বলেন, এসব সীমান্ত দিয়ে বাংলাদেশিরা অবৈধভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে। রাজনাথ বলেন, ‘আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে ব্যাপক সুসংহত সীমান্ত ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সিল করব। এ প্রক্রিয়া শুরু হলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, চোরাচালান রোধের পাশাপাশি দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে।’
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমালোচনা করে রাজনাথ বলেন, ‘সীমান্তে বেড়া দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বার বার পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো জমি পাওয়া যায়নি। রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পরিসংখ্যান অনুযায়ী, এ রাজ্যে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। তৃণমূলের শাসনকালে মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নয়। এ রাজ্যে শতাধিক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। এ রাজ্যে রাজনৈতিক সহিংসতা এখনই বন্ধ হওয়া উচিত।’ এ ছাড়া কোচবিহার জেলার মাথাভাঙায় অন্য আরেক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘তৃণমূল সরকার এ রাজ্যের গণতন্ত্র ধ্বংস করছে, রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে। একজন নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্তে¡ও নারীরা সুরক্ষিত নয়। আমার সন্দেহ হয়, রাজ্যের পুলিশ থানাগুলোও সুরক্ষিত আছে কিনা।’
প্রসঙ্গত, গত বছরের মে মাসে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছিলেন, তার রাজ্য সংলগ্ন ২৬৩ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক সীমান্ত দেয়াল তৈরির কাজ করছে কেন্দ্রীয় সরকার। অত্যাধুনিক এই প্রযুক্তির মধ্যে থাকছে লেজার গ্রিড, মোশন সেন্সর এবং বিশেষ ক্যামেরা। ইতোমধ্যে সীমান্তরক্ষী বাহিনীর জন্য নাইট ভিশন গগলস, অত্যাধুনিক সেন্সর এবং ফ্লাডলাইট চেয়ে আবেদন করা হয়েছে। গত বছরের এপ্রিল নাগাদ ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকায় সেই কাজ সম্পন্ন হয়েছিল বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। এর আগে পাকিস্তান সীমান্তেরও কিছু জায়গায় এই অত্যাধুনিক লেজার-সম্বলিত দেয়াল বসিয়েছে ভারত। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।