Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধী তরুণীকে চার মাস ধরে ধর্ষণ

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বাবা ও মেয়ে প্রতিবন্ধী। একটি মেয়ে সুস্থ্য থাকলেও তার স্বামীর দুই চোখ অন্ধ। সাতক্ষীরার এমন অসহায় পরিবারের এক প্রতিবন্ধী মেয়ের সর্বনাশ করেছে প্রতিবেশী চাচা পরিচয়ের ৫৭ বছর বয়সের এক লম্পট। আর এ ঘটনার পর মেয়েটি হাসপাতালে যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষকের নাম আকরাম আলী (৫৭)। তিনি ওই গ্রামের ফকির সরদারের ছেলে।

ধর্ষনের শিকার ওই প্রতিবন্ধীর স্বজনরা জানান, হাওয়ালখালি গ্রামের প্রতিবন্ধী পরিবারের ২২ বছরের তরুনিকে ভুলিয়ে ভালিয়ে ধর্ষন করেন ওই লম্পট। টানা চার মাস ধরে পরিবারের সবার অগোচরে এই ধর্ষনের ঘটনা ঘটে। এরই মধ্যে মেয়েটি অন্তঃস্বত্তা হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ধর্ষক আকরাম আলি বিষয়টি তার স্ত্রী মাসকুরাকে জানায়। তারা অন্তঃস্বত্তা মেয়েটিকে নিয়ে যায় কলারোয়ার সিংহলাল গ্রামে মেয়ে ফেরদৌসির বাড়িতে। সেখানে রেখে তার গর্ভপাত ঘটানোর চেষ্টা করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর মেয়েটির পরিবারের লোকজন তাকে দ্রুত নিয়ে আসেন সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে তার গর্ভপাত ঘটানো হয়। বর্তমানে এই হাসপাতালেই তার চকিৎসা চলছে।

এদিকে, ধর্ষক আকরাম আলি, তার স্ত্রী মাসকুরা খাতুন এবং মেয়ে ফেরদৌসি ও মেয়ের জামাই রেজাউল ইসলাম বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশ তাদের খুঁজছে। বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। ধর্ষনের শিকার মেয়েটির মা রোকেয়া বেগম, বাবা আব্দুল মালেক জানান, তার মেয়ে এখনো অসুস্থ। তার চিকিৎসা চলছে। তিনি এই অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে ধর্ষনের শিকার মেয়েটির মা বাদী হয়ে ধর্ষক আকরাম আলীসহ চার জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ