Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সোনাইমুড়ীতে অপহৃত উদ্ধার, অস্ত্র গুলিসহ গ্রেপ্তার ৪

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:২৩ পিএম

সোনাইমুড়ী উপজেলায় মুক্তিপণের দাবিতে অপহৃত সিএনজি চালক শাকায়েত হোসেন সুজন (২৩) কে উদ্ধার করেছে পুলিশ। এসময় অস্ত্র ও গুলিসহ ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, সোনাইমুড়ীর কালিকাপুর এলাকার মিলনের ছেলে শাকিল মাহমুদ (২২), বেলাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯), জাহাঙ্গীর আলমের ছেলে আবুল বাশার রাকিব (১৯) ও কোর্টবাড়ী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাখওয়াত উল্যা মিঠু (১৯)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৯টার দিকে সোনাপুর ইউনিয়নের বারাহিপুর মাদ্রাসার সামনের সড়ক থেকে সিএনজি অটোরিকশাসহ চালক শাকায়েত হোসেন সুজনকে অপহরণ করে নিয়ে যায় গ্রেপ্তারকৃতরা। পরে তারা অপহৃতের পরিবারের কাছে মোবাইলে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতের পরিবার বিষয়টি থানায় অবগত করলে রাত ২টার দিকে কালিকাপুর তিন মোড় এলাকার নবীর দোকানের সামনে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। এসময় ২টি পাইপগান, দু’টি র্কাটুজ ও একটি চাপাতিসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়।

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

‡bvqvLvjxi †mvbvBgyox‡Z AcüZ D×vi, A¯¿ ¸wjmn †MÖßvi 4

 

†bvqvLvjx ey¨‡iv t †mvbvBgyox Dc‡Rjvq gyw³c‡Yi `vwe‡Z AcüZ wmGbwR PvjK kvKv‡qZ †nv‡mb myRb (23) †K D×vi K‡i‡Q cywjk| Gmgq A¯¿ I ¸wjmn 4 AcniYKvix‡K †MÖßvi Kiv n‡q‡Q|

 

iweevi `ycy‡i Avmvgx‡`i Av`vj‡Zi gva¨‡g KvivMv‡i †cÖiY Kiv n‡q‡Q| †MÖßviK…Ziv n‡jv, †mvbvBgyoxi KvwjKvcyi GjvKvi wgj‡bi †Q‡j kvwKj gvngy` (22), †ejvj †nv‡m‡bi †Q‡j mvBdzj Bmjvg (19), Rvnv½xi Avj‡gi †Q‡j Aveyj evkvi ivwKe (19) I †KvU©evox GjvKvi Rvnv½xi †nv‡m‡bi †Q‡j mvLIqvZ Dj¨v wgVz (19)|

 

cywjk Rvbvq, kwbevi w`evMZ ivZ 9Uvi w`‡K †mvbvcyi BDwbq‡bi evivwncyi gv`ªvmvi mvg‡bi moK †_‡K wmGbwR A‡UvwiKkvmn PvjK kvKv‡qZ †nv‡mb myRb‡K AcniY K‡i wb‡q hvq †MÖßviK…Ziv| c‡i Zviv Acü‡Zi cwiev‡ii Kv‡Q †gvevB‡j 50nvRvi UvKv gyw³cY `vwe K‡i| Acü‡Zi cwievi welqwU _vbvq AeMZ Ki‡j ivZ 2Uvi w`‡K KvwjKvcyi wZb †gvo GjvKvi bexi †`vKv‡bi mvg‡b Awfhvb Pvwj‡q AcüZ‡K D×vi Kiv nq| Gmgq 2wU cvBcMvb, `yÕwU K©vUzR I GKwU PvcvwZmn 4Rb‡K †MÖßvi Kiv nq|

 

†mvbvBgyox _vbvi Iwm Avãym mvgv` welqwU wbwðZ K‡i Rvbvb, †MÖßviK…Z‡`i weiæ‡× gvgjv `v‡qi K‡i Zv‡`i KvivMv‡i †cÖiY Kiv n‡q‡Q|

 # # #

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ