মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানের খাবারে তেলাপোকা পাওয়ার খবর নতুন কিছু নয়। এবার সেই খবরে সমালোচিত হল এয়ার ইন্ডিয়া। ভুপাল-মুম্বাই ফ্লাইটে তাদের দেয়া খাবারে তেলাপোকা পেলেন এক যাত্রী।
জানা যায়, শনিবার ভোরে ভুপাল থেকে এ১-৬৩৪ ফ্লাইটে করে মুম্বাই যাচ্ছিলেন রহিত রাজ সিং চৌহান নামের এক যাত্রী। বিমানে তাকে যে খাবার দেওয়া হয়েছিল তার মধ্যেই পড়েছিল একটি মরা তেলাপোকা। ক্ষুদ্ধ রহিতের অভিযোগ, বিষয়টি বিমানকর্মীদের নজরে আনলেও, তারা আমলে নেয়নি। এরপর, লিখিতভাবে অভিযোগ করেন ওই যাত্রী।
এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। কিন্তু খাবার পরিবেশনের আগে কেন ভালো করে চেক করা হলো না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রহিত। তিনি বলেন, ‘অভিযোগ করা সত্ত্বেও বিমান কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বরং দুঃখ প্রকাশ করে নিজেদের দায় সেরেছে।’
উল্লেখ্য, এর আগেও এমন ঘটনা ঘটেছিল এয়ার ইন্ডিয়ায়। ২০১৭ সালের ডিসেম্বরে এক নারী বিমানযাত্রী খাবারে মরা তেলাপোকা পেয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।