মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সংসদে অন্তর্বতী বাজেটে রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য ৭৫০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে শুক্রবার এই বাজেটে ভারতের অন্তর্বর্তীকালীন অর্থমন্ত্রী পীযুষ গোয়েল রাষ্ট্রীয় গোকুল মিশন ঘোষণা করেন, যেখানে গরুদের সুরক্ষায় ৭৫০ কোটি রুপি বিনিয়োগ করা হবে। ভারতের সংসদে দাঁড়িয়ে পীযুষ গোয়েল ঘোষণা করেন, গত কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্যে যে পরিমাণে গোহত্যা ও তার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার। তাই ভারতে গোমাতাদের রক্ষা করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সেকারণেই এই গোকুল মিশন। পীযুষ গোয়েল বলেন, গোমাতার সম্মান রক্ষা করতে এই সরকার কখনো পিছু হটবে না। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।