Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু ক্ষমতাসম্পন্ন ছয়টি সাবমেরিন নামাচ্ছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া। তারই জের ধরে এবার সাগরে অত্যাধুনিক প্রযুক্তির ছয়টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন নামাতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই সাবমেরিনগুলো বানানোর প্রস্তাব পাস করে দিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) বৈঠকে নৌবাহিনীর জন্য বড় ধরনের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম রিপোর্ট করে। এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সাবমেরিনগুলো বানাতে ‘কৌশলগত অংশীদারিত্ব’ চাইবে ভারত। এ পদ্ধতিতে একটি বেসরকারি সংস্থা কোনো নির্দিষ্ট প্রকল্পের জন্য বিদেশি প্রতিরক্ষা সংস্থার সঙ্গে জোট বাঁধতে পারে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সাগরে এই ছয়টি পারমাণবিক সাবমেরিন নামাতে পারলে, দেশের প্রতিরক্ষা কাঠামোই বদলে যাবে। নৌবাহিনী অনেক বেশি শক্তিশালী হবে। প্রযুক্তিগত ভাবে অগ্রগতি হবে ভারতের প্রতিরক্ষার। এছাড়া এই ছয়টি সাবমেরিন বানাতে ব্যয় হবে ৪০ হাজার কোটি রুপি। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এ বৈঠকে ছয়টি সাবমেরিন ছাড়াও সেনাবাহিনীর জন্য পাঁচ হাজার ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ