Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:১০ পিএম

বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশন নির্বাচনের দিনক্ষণ চুড়ান্ত ও সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হলেও শেষ পর্যন্ত ব্যালটের নির্বাচন হচ্ছেনা। নির্বাচনের পাঁচদিন আগেই ২৪ সদস্যের কমিটির ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তবে ৩০ জানুয়ারি সহ-সভাপতি পদ থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন গিনেজ রেকর্ডধারী সাবেক তারকা টিটি খেলোয়াড় জোবেরা রহমান লিনু। যার ফলে এই শূন্য পদ পূরণের জন্য টিটি’র নতুন নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সভা করে সিদ্ধান্ত নিতে বলেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
আগামী মঙ্গলবার টিটি’র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন পদের বিপরীতে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায় এই নির্বাচন আর হচ্ছেনা। একমাত্র প্যানেলটিকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেসরকারীভাবে টিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করে এনএসসি। যেখানে নতুন নির্বাচিত তিন সহ-সভাপতি হলেন- খোন্দকার হাসান মুনীর, মুনিরা মোর্শেদ হেলেন ও মাসুদুর রহমান। সাধারণ সম্পাদক পদে শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দুই যুগ্ম সম্পাদক এসএম জাহাঙ্গীর ও কে এম তৌহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে আহসান আহমেদ অমিত নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি ১৬ জন সদস্য। এরা হলেন- এ,টি,এম শামসুল আলম আনু, সাইদুল হক সাদী, কাজী মাইনুজ্জামান, আ,ন,ম আমিনুল হক মামুন, হাসান জহীর মুকুল, গোলাম মারুফ মনা, তাজউদ্দিন পাপ্পু, গোলাম রব্বানী, আনোয়ার কবীর চৌধুরী বাবু, অ্যাডভোকেট মো: এনামুল হক সেলিম, চৌধুরী আশিকুল হাসান শিমুল, আসিফ আহমেদ, মো: শামসুজ্জামান, মোহাম্মদ আলী, মো: সাইফুল আলম এবং এ, কে, এম কামরুজ্জামান। নতুন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘টেবিল টেনিসকে সামনে এগিয়ে নিতে আমরা আরও সচেষ্ট হবো। বিদেশ থেকেও যাতে খেলোয়াড়রা পদক জিতে আনতে পারে, সে লক্ষ্যে কাজ করবো। কারণ এখান থেকে নেয়ার কিছু নেই। আমাদেরকে দিতে হবে। তাই টিটির উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।’

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিটি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ