Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে ভয়াবহ বন্যায় নিহত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ৪:১৬ পিএম

সউদী আরবে ভারী বর্ষণ ও ব্যাপক ধ্বংসে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্যের নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। দেশটির প্রধানত পশ্চিমাঞ্চলীয় ও উত্তর-পশ্চিমাঞ্চলের জর্ডান সীমান্তের কাছে ভারী বৃষ্টিপাত ঘটে। খবর আল-জাজিরা।
সরকারি ‘এসপিএ’ নিউজ এজেন্সি বুধবার জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরে দশজন মারা গেছে এবং পবিত্র শহর মদিনা এবং উত্তর সীমান্ত এলাকায় এক জন নিহত হয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, রবিবার (২৭ জানুয়ারি) থেকে সারা দেশ থেকে মোট ২৭১ জনকে উদ্ধার করা হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক অঞ্চল থেকেও বেসামরিক প্রতিরক্ষা দলকে ১৩৭ জন উদ্ধার করেছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, হালকা থেকে মাঝারি বৃষ্টির কারনে রাজধানী রিয়াদের পাশাপাশি জেদ্দায় বিদ্যুতের ক্ষতি হয়েছে। দুর্যোগের ক্ষতি পূরণে একদল কমিটি গঠন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ