মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্থানীয় পৌরসভার ১২৬ সরকারি কর্মকর্তাকে দুর্নীতির দায়ে বরখাস্ত করেছে সউদী আরব। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানিয়েছে।
পৌর ও গ্রামীণ কার্যক্রমবিষয়ক মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছেÍবরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থনৈতিক ও ব্যবস্থাপনাগত দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। এ ছাড়া তারা বিভিন্ন আইন ও ফৌজদারি বিধি লঙ্ঘন করেছেন।
২০১৭ সালের নভেম্বরে সউদী সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান দুর্নীতির অভিযোগে ধরপাকড়ের নির্দেশনা দেন।
পরে দেশটির কর্তৃপক্ষ কয়েক ডজন প্রিন্স, ধনকুবের ও শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেন। তাদের অনেককে রিয়াদের বিলাসবহুল রিটস-কার্লটন হোটেলে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকদের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালিদ বিন তালালও ছিলেন। সরকারের সঙ্গে তাদের অর্থনৈতিক সমঝোতা হওয়ায় অনেককে ছেড়ে দেয়া হয়েছে। গত বছর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ও বিচারের গত বাড়াতে একটি বিশেষায়িত গণপ্রকৌশল অধিদফতর প্রতিষ্ঠার নির্দেশ দেন সউদী বাদশাহ সালমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।