নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টের জয় পেয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে কার্ডিফ সিটিকে ২-১ গোলে পরাজিত করে গানাররা। ম্যাচের ৬৬ মিনিটে স্পট কিক থেকে আর্সেনালকে এগিয়ে দেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। ৮৩ মিনিটে আলেক্সান্দার লাকাজেত্তে ব্যবধান দ্বিগুন করেন। ইনজুরি টাইমে ন্যাথানিয়েল মেনডেজ-লেইং কার্ডিফের পক্ষে এক গোল পরিশোধ করেছেন।
এই ম্যাচে সদ্য দলে যোগ দেয়া স্ট্রাইকার এমিলিয়ানো সালার প্রতি আবেগঘন শ্রদ্ধা জানিয়েছে কার্ডিফ। ফ্রেঞ্চ ক্লাব নঁতে থেকে ক্লাব রেকর্ড চুক্তিতে কার্ডিফে যোগ দিয়েছিলেন ২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার সালা। কিন্তু কার্ডিফে যোগ দিতে আসার সময় গত সপ্তাহে বিমান দূর্ঘটনায় নিখোঁজ হন সালা। এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি। ম্যাচ শুরুর আগে সালার স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।