Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে নিয়োগকর্তাদের জন্য শ্রমিকদের স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ৮:৪১ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ সউদী আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে প্রবাসীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ওই নির্দেশনা অনুযায়ী, সউদী আরবে কর্মরত সউদী ও বিদেশি উভয় জনবলের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করা হয়েছে।
যেসব কোম্পানি তাদের কর্মী ও কর্মীদের পরিবারের সদস্যদেরকে (যদি থাকে) স্বাস্থ্য বিমার আওতায় আনবে না, সেসব কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে ‘দ্য কাউন্সিল অব কো-অপারেটিভ হেলথ ইন্সুরেন্স (সিসিএইচআই)’ সূত্রে জানা গেছে। একই প্রক্রিয়ায় সউদী আরবে কর্মরত প্রবাসীদের ইকামা (ভিসা) ইস্যু ও নবায়নের বিষয়টি স্বাস্থ্য বিমার সাথে সম্পৃক্ত করা হয়েছে। ফলে সউদী আরবে কর্মরত প্রবাসীগণ সামাজিক নিরাপত্তার আওতায় উপকারভোগী হবেন।
গাড়ি চালানো অবস্থায় নারীদের ছবি না তোলার বিষয়েও নির্দেশনা দিয়েছে জেদ্দাস্থ কনস্যুলেট জেনারেল। সেখানে বলা হয়, সম্প্রতি সউদী আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়েছে। নারী কর্তৃক গাড়ি চালানোর ছবি তোলা বা তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা আইনত দণ্ডনীয় মর্মে সউদী কর্তৃপক্ষ কর্তৃক ঘোষণা করা হয়েছে। এরূপ প্রকাশককে এক বছর পর্যন্ত কারাদণ্ড ও পাঁচ লাখ সউদী রিয়াল পর্যন্ত অর্থদণ্ড বা উভয়ের যেকোনো একটি দণ্ড আরোপ করার বিধান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ