Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদ্রিদে ফিরলেন মোরাতা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ৬:৪৯ পিএম | আপডেট : ৬:৫৮ পিএম, ২৯ জানুয়ারি, ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটবেলার একটা ছবি পোস্ট করেছেন আলভারো মোরাতা। পরনে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি। সব গুঞ্জন সত্যি করে চেলসি থেকে ধারে ছোটবেলার এই ক্লাবেই ফিরেছেন স্প্যানিশ স্্রটাইকার। ক্লাবটি যে তার হৃদয়েই তার প্রমাণই যেন এই ছবি।

মোরাতাকে ফেরাতে অ্যাটলেটিকো ৯ মিলিয়ন পাউন্ডের চুক্তি সেরেছে চেলসির সঙ্গে। ২০১৭ সালে তাদের রেকর্ড ৭০.৬ মিলিয়ান পাউন্ডে রিয়াল মাদ্রিদ থেকে মোরাতাকে কিনে নেয় চেলসি। এর ফলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা সর্বশেষ ফুটবলার হিসেবে নগর প্রতিদ্ব›দ্ধীদের দলে নাম লেখালেন মোরাতা।

এর আগে তিনজন ফুটবলার রিয়ালে খেলে অ্যাটলেটিকোতে যোগ দিয়েছেন, তারা হলেন, হুয়ানফ্রান, অ্যান্তোনিও আদান ও ফিলিপ লুইস। সাউল নিগুয়েসকে ধরা হলে সংখ্যাটি চারে ঠেকবে। সাউল গ্যালাকটিকোদের যুব দলে খেলেছিলেন।

মোরাতার যুব দলের ক্যারিয়ারটা শুরু অ্যাটলেটিকোতে। সেখান থেকে গেটাফের হয়ে খেলেছেন রিয়ালে। পরে জুভেন্টাস, আবার রিয়াল ও সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে যোগ দেন। কিন্তু কোথাও থিতু হতে পারেননি। তবে জিনেদিন জিদানের অধীনে ২০১৬-১৭ মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মোরাতা।

চেলসিতেও নিজের পারফরম্যান্স দেখিয়ে জায়গা পোক্ত করেছিলেন। এমনকি তাকে দলের ৯ নম্বর জার্সিও দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি জুভেন্টাস থেকে ব্লজদের দলে গঞ্জালো হিগুয়াইন ধারে যোগ দিলেন মোরাতা জায়গা হারান। এবার ‘ঘরে’ ফেরার মধ্য দিয়ে ‘স্বপ্ন সত্যি হয়েছে’ বলে জানান ২৬ বছর বয়সী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ