Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে অপহরনের ১৫দিন পরে কলেজ ছাত্রী উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ৪:৫৪ পিএম

সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের সোহরাব আলীর কলেজ পড়ুয়া মেয়ে শিরিন শিলা (১৭) অপহরনের ১৫দিন পর উদ্ধার হয়েছে সোমবার দুপুরে। উদ্ধারের পর ঐদিনই জামালপুর সিনিয়র জজ বিজ্ঞ আদালত মেয়েটিকে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। সরিষাবাড়ী থানা ও মেয়ের পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারী গভীর রাতে শিরিন শিলাকে পাশর্^বর্তী মহাদান গ্রামের আঃ খালেকের ছেলে জুলহাস উদ্দিন অপহরন করে নিয়ে যায়। ১৫ জানুয়ারী মেয়ের বাবা সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করলে পরে পুলিশ সেটা অপহরন মামলা হিসেবে নিয়ে নেয়। দীর্ঘ প্রায় দুই সপ্তাহেরও অধিক সময় ছেলে এবং মেয়ে আত্মগোপন থাকার পর সোমবার জামালপুর আদালতে হাজিরা দিতে গেলে পুলিশ মেয়ে শিরিন শিলাকে আটক করে সরিষাবাড়ী থানায় সোপর্দ করে। এদিকে ছেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলে বলেন যে, ছেলে এবং মেয়ে দীর্ঘদিনের পরিচিত ও তাদের মাঝে সম্পর্ক থাকায় তারা দুজন দুজনেই গত ১৩ জানুয়ারী অভিভাবকদের অজান্তে বাড়ী থেকে বের হয়ে দুই সপ্তাহ নিখোজ ছিল। পরে জানতে পারে তারা আদালেতে গিয়ে ইসলামী শরিয়ামতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু মেয়ের বাবার দায়ের করা মামলায় সোমবার সকালে ঐ ছেলে মেয়ে এবং মামলার অন্যান্য আসামীরা জামালপুর আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় মেয়ের অভিভাবকরা মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে সময় ছেলে সহ অন্যান্য আসামীরা পালাতে সক্ষম হয়। গতকাল মঙ্গলবার সকালে সরিষাবাড়ী থানায় গিয়ে উদ্ধারকৃত কলেজ ছাত্রী শিরিন শিলার সাথে কথা বলতে গেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, ওসি সাহেবের অনুমতি ছাড়া ভিকটিমের সাথে কথা বলা যাবেনা। পরে এস আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে (আজ মঙ্গলবার) আবার ঐ ভিকটিমকে আদালতে প্রেরন করা হবে। উদ্ধারকৃত মেয়েটিকে কোথায় রাখা হবে এ ব্যাপারে জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম বলেন, সেটা আদালতের সিদ্ধান্ত। আদালত চাইলে মেয়েটিকে সরকারের হেফাজতেও রাখতে পারে অথবা সংশ্লিষ্ট অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতেও পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ