বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিখোঁজ হবার একদিন পর ফেনীতে মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার হলো ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রের। এ নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ফেনী পৌরসভার পাঠানবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রের নাম আরাফাত। সে প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, রোববার রাত ৯টার দিকে আরাফাত হোসেন (১২) শহরের পাঠানবাড়ি এলাকার মোমিন জাহান মসজিদ সংলগ্ন বাসার সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে সোমবার দুপুরে একই এলাকার নির্মাণাধীন একটি ভবনের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।