Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্কট ঘনীভূত, কলম্বিয়ায় ঢুকছে হাজার হাজার ভেনেজুয়েলান

যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ মাদুরোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যে কোনও পরিস্থিতিতে ভেনেজুয়েলার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্র কর্তৃক বিরোধী নেতাকে দেশটির প্রেসিডেন্টের স্বীকৃতির পর উদ্ভূত পরিস্থিতিতে সেনাদের এ নির্দেশ দেন তিনি। নিজের শক্তি প্রদর্শনে রবিবার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ৫৬ বছরের এই বাম রাজনীতিক। এ সময় তিনি আসন্ন সামরিক মহড়ার প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। মাদুরো বলেন, নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন ঘাঁটি পরিদর্শনকালে তিনি সামরিক বাহিনীর ব্যবহৃত রুশ হার্ডওয়্যার, এন্টি এয়ারক্রাফট ফ্ল্যাক, পার্বত্য এলাকায় ট্যাংকের মহড়ার মতো নানা সামরিক শক্তি পর্যবেক্ষণ করেন। অপরদিকে নানা কারণে জর্জরিত ভেনেজুয়েলায় সঙ্কট ঘনীভূত হচ্ছে। ঘোরতর রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেশ ছেড়ে চলে যাচ্ছে আরো হাজার হাজার মানুষ। কেউ কেউ দিকশূন্য মরিয়া হয়ে পরিবার-পরিজন ফেলে দেশ ছেড়ে যাচ্ছে। বেশিরভাগই যাচ্ছে প্রতিবেশী কলম্বিয়ায়। ভ্রমণের কোনো কাগজপত্র ছাড়াই অনেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কলম্বিয়ায় ঢুকে পড়ছে। তাদের কথায়, ভেনেজুয়েলায় “পরিস্থিতি ভয়াবহ”। সেখানে কোনো কিছুই নেই। সঙ্কট থেকে বাঁচতে আর একটু খাবারের আশায় তাদের দেশ ছাড়তে হচ্ছে। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করার পর দেশটিতে নতুন রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে এবং তা আরো জটিল আকার ধারণ করছে। গত বুধবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-বিরোধী এক বিশাল সমাবেশে বিরোধীদলীয় নেতা গুইদো নিজেকে নেতা ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো কয়েকটি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে, রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ মাদুরো সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। গুইদো ‘অভ্যুত্থানের চেষ্টা করছেন’ বলে অভিযোগ করেছেন মাদুরো। ওদিকে, গুইদোও মাদুরোর বিরদ্ধে পাল্টা অভিযোগ করছেন। এ পাল্টাপাল্টি অভিযোগে দেশটিতে রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি মানবিক সঙ্কটও কেটে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে বাধ্য হয়েই দলে দলে আরো মানুষ ভেনেজুয়েলা ছাড়ছে। যারা দেশ ছাড়ছে তাদের কিছুই নেই। কাপড় এমনকী অর্থ পর্যন্ত নেই। তাদেরকে ঘুমাতে হচ্ছে রাস্তায়। অনেকেই নিজ সন্তানদেরকে দেশে রেখে চলে এসেছেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। বিবিসি, আল-জাজিরা, আনাদোলু এজেন্সি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ