Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সউদীর রেস্টুরেন্টে বৈধ হলো গান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ৪:২১ পিএম

সউদী আরবের রেস্টুরেন্টে আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য এখন থেকে সেখানে গান বাজানো হবে। সম্প্রতি এ সংক্রান্ত এক রাষ্ট্রীয় অধ্যাদেশে জারি করা হয়েছে। সউদী কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত আদেশটি জারি করা হয়। সে সময় সউদীর জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান নির্বাহী এবং সউদী রাজ পরিবারের উপদেষ্টা তুর্কি আল-শেখ আদেশটি পাঠ করেন। এ সময় তুর্কি আল-শেখ বলেন, ‘আজ থেকে রেস্টুরেন্টে গান বাজানোর অনুমোদন দিচ্ছি আমরা। সউদী আরবের সব রেস্টুরেন্টে এটা কার্যকর করা হবে।’
পরে আল-শেখ চলতি ২০১৯ সালের বিনোদন ক্যালেন্ডার উদ্বোধন করেন। এতে বেশ কয়েক ডজন ইভেন্ট আয়োজনকে তালিকাভুক্ত করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- অটো রেস, মিউজিক শো, থিয়েটার পারফরমেন্সসহ ইত্যাদি
তখন সউদী রাজ পরিবারের এ উপদেষ্টা দৃঢ়ভাবে বলেছেন, ‘চলতি বছর বিশ্বের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। এসব তারকাদের মধ্যে ডেভিড ব্যাকহাম, জিনেদিন জিদানসহ আরও অনেক নামীদামী তারকারা থাকবেন।’
দেশটির ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার কাজগুলোর অংশের মধ্যে রেস্টুরেন্টে গান বৈধ করা তেমনই একটি।
উল্লেখ্য, এসবের পাশাপাশি স্পেনের মতো সউদীতেও ষাঁড় দৌড় এবং ম্যাজিক শো আয়োজনেরও পরিকল্পনা রয়েছে তাদের। যদিও দেশটিতে জাদু এবং জাদুবিদ্যার শাস্তি সরাসরি ‘মৃত্যুদণ্ড’।



 

Show all comments
  • jack ali ২৫ জানুয়ারি, ২০১৯, ৪:৫৪ পিএম says : 0
    Here are four Ayats of the Qur’an which forbid the Muslims from indulging into music/singing. "So abstain from the pollution of the idols and abstain from false vain words." (22:30). The Arabic word "Zoor" has several meanings which include falsehood and the musical expressions. According to Imam Ja’far As-Sadiq (a.s.) "pollution of the idols" means Chess and "Vain words" means music. See how ‘Music’ has been joined in this Ayat with the pollution of idols", only then you can appreciate the seriousness of the sin of Music. "And of the people there is he who buys a ‘vain talk’ so that he may lead others astray from the path of Allah without (real) knowledge and takes it (the revelation of Allah) for a mockery for these shall be a disgracing chastisement (punishment)." (31:6). ‘Lahw’ means any thing which diverts the mind from serious thinking. "Vain talk" has been interpreted by the Imam as some talk, sound or thing which diverts the attention of man from the ultimate aim of his creation; in other words makes him forget Allah and His commands. For example fictions romantic stories and such useless talks. "It includes ‘Music’, intoxicants and all such diversions."1 Imam Muhammad Baqir (a.s.) said: Music is among the things for which Allah has promised the Fire (of Hell). Then he recited the above Ayat2. "Indeed successful are the believers those who in their prayer are humble and those who keep themselves aloof from Vain (words and deeds)." (23:1-3). ‘Laghv’ (Vain words and actions): The first Imam, Imam Ali (a.s.) said that "all that is void of the remembrance of Allah is ‘Laghv’. According to other authentic traditions of Imams, ‘Laghv’ means all useless entertainment, wasteful of times among which music has been specifically mentioned. Also included in this term are vain games played just to while away the time. "And the servants of the Merciful Allah are those.......... who bear not witness to what is false, and when they pass by what is vain they pass with dignity"(25:72). The words ‘Zoor’ and ‘Laghv’ have been explained earlier. According to the traditions of Imams (a.s.), the first part may also be translated in this way: "who do not witness what is vain"! And accordingly, it has been interpreted in the exegesis of the Qur’an as "do not listen to music." Those who bear the sins of entire societies on their shoulders and who publish the voices of girls singing “religious” songs and nasheeds in the name of Islam and in the name of promoting virtue and sometimes of promoting the resistance, should fear Allaah. We wonder whether virtue and the resistance are in need of a sweet voice and pretty girl? Do we have no means of calling people to good manners, values and virtues but sitting with singing girls or listening to them on tapes and satellite channels?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ