মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের রেস্টুরেন্টে আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য এখন থেকে সেখানে গান বাজানো হবে। সম্প্রতি এ সংক্রান্ত এক রাষ্ট্রীয় অধ্যাদেশে জারি করা হয়েছে। সউদী কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত আদেশটি জারি করা হয়। সে সময় সউদীর জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান নির্বাহী এবং সউদী রাজ পরিবারের উপদেষ্টা তুর্কি আল-শেখ আদেশটি পাঠ করেন। এ সময় তুর্কি আল-শেখ বলেন, ‘আজ থেকে রেস্টুরেন্টে গান বাজানোর অনুমোদন দিচ্ছি আমরা। সউদী আরবের সব রেস্টুরেন্টে এটা কার্যকর করা হবে।’
পরে আল-শেখ চলতি ২০১৯ সালের বিনোদন ক্যালেন্ডার উদ্বোধন করেন। এতে বেশ কয়েক ডজন ইভেন্ট আয়োজনকে তালিকাভুক্ত করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- অটো রেস, মিউজিক শো, থিয়েটার পারফরমেন্সসহ ইত্যাদি।
তখন সউদী রাজ পরিবারের এ উপদেষ্টা দৃঢ়ভাবে বলেছেন, ‘চলতি বছর বিশ্বের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। এসব তারকাদের মধ্যে ডেভিড ব্যাকহাম, জিনেদিন জিদানসহ আরও অনেক নামীদামী তারকারা থাকবেন।’
দেশটির ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার কাজগুলোর অংশের মধ্যে রেস্টুরেন্টে গান বৈধ করা তেমনই একটি।
উল্লেখ্য, এসবের পাশাপাশি স্পেনের মতো সউদীতেও ষাঁড় দৌড় এবং ম্যাজিক শো আয়োজনেরও পরিকল্পনা রয়েছে তাদের। যদিও দেশটিতে জাদু এবং জাদুবিদ্যার শাস্তি সরাসরি ‘মৃত্যুদণ্ড’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।