বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিশু ধর্ষণ মামলায় মঞ্জুরুল ইসলাম আনসারী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম আনসারী দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার আব্দুর গণি আনসারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, ২০১০ সালের ১৫ মে দৌলতপুর উপজেলার ব্রাকপুর গ্রামে একটি শিশুকে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় মঞ্জুরুলকে আসামি করে দায়ের করা মামলা তদন্ত শেষে একই বছরের ৭ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর মামলার বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন বিচারক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।