মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামে পৌত্তলিকতা নিষিদ্ধ। তাই ধর্মান্তরিত না হলে মুসলিম সঙ্গে হিন্দুর বিয়ে ইসলামি মতে অসিদ্ধ। সে কথা মেনে নিয়েও ওই বিবাহজাত সন্তানকে বৈধ বলেই স্বীকৃতি দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। তাদরে সন্তানরাও পাবেন পৈত্রিক সম্পত্তির ভাগ। মঙ্গলবার একটি মামলার শুনানি শেষে এই রায় দেয় সুপ্রিম কোর্ট। জানায় হিন্দু-মুসলিম দম্পতির সন্তানরা বৈধ এবং তাঁরা সম্পত্তির ভাগ দাবি করতে পারেন। বিচারপতি এন ভি রমানা এবং মোহন এম শান্তনাগৌদারের বেঞ্চ এদিন রায়ে বলে, ‘একজন মুসলিম পুরুষ যদি আগুনের উপাসক অথবা পৌত্তলিকতায় বিশ্বাসী কোনও নারীকে বিবাহ করেন, তাহলে তাদের বিয়ে নিয়মবিরুদ্ধ বিয়ের উদাহরণ। এর বৈধতা না থাকলেও তাদের সন্তান কোনওভাবেই অবৈধ নয়। অতএব তাদের সন্তান বাবার সম্পত্তি দাবি করতে পারেন।’
সূত্র জানায়, ইসলামি মতে বিয়ে তিন রকম সিদ্ধ, অসিদ্ধ, অবৈধ। সিদ্ধ বিয়ে ভেঙে গেলে তা বাতিল বলে গণ্য। আর রীতিবিরুদ্ধ ভাবে বিয়ে হয়ে থাকলে তা অসিদ্ধ। টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।