প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গোপালগঞ্জের অসীম সমদ্দার ও ঢাকার মোঃ জাকির হোসেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় চাকরী করেন। চাকরীর পাশাপাশি তারা দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সাকাহাফং (৩,৪৬৫ ফুট), জো ত্বাক (৩,৩৫৩ ফুট), যোগী হাফং (৩,২৫১ ফুট), ক্যাওক্রাডং (৩,১৭২ ফুট), কির্সতং (২,৯৮৯ ফুট), রুংরাং (২,৭৯৮ ফুট), তাজিনডং (২,৭২০ ফুট)-এ সফল অভিযান করেছেন। দেশের গন্ডি পেরিয়ে তারা গত বছরের ২৩ আগস্ট সকাল ৯.৩০ মিনিটে হিমালয়ের পর্বতশৃঙ্গ ভারতের লাদাখে ‘স্টক কাংড়ি’ (৬,১৫৩ মিটার বা ২০,১৯০ ফুট) দুঃসাহসিক অভিযান সফল করেন। বাংলাদেশ থেকে তারা ১৫ আগস্ট রওনা হয়ে ভারতের জম্মু এন্ড কাশ্মীর প্রদেশের লেহ শহরে ১৬ আগস্ট সকাল ৭ টায় পৌছেন। লেহ শহরে দুই দিন এ্যাক্লিমাটিজেইশন করে ১৮ আগস্ট কোন গাইড না নিয়ে রওনা হন স্টক কাংড়ির উদ্দেশ্যে। সেদিনই তারা মানকারমো ক্যাস্প পৌঁছেন। প্রতিকুল আবহাওয়া, প্রচন্ড ঠান্ডা ও উচ্চতাজনিত সমস্যা মোকাবেলা করে ২০ আগস্ট তারা ‘স্টক কাংড়ি’ বেস ক্যাম্পে সন্ধ্যা ৬টায় পৌছেন। পরবর্তী দুদিন সামিট পুশ দেয়ার জন্য কঠোর পরিশ্রম করে বেস ক্যাম্পের আশে পাশে এ্যাক্লিমাটিজেশন করেন তারা। ২২ আগস্ট বেস ক্যাম্প থেকে গাইড নিয়ে রাত ১১টায় প্রচন্ড ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে সামিট পুশের জন্য বেরিয়ে যান। রাত ৩টায় তারা বিপজ্জনক গেøসিয়ার পার হয়ে সকাল ৬টায় প্রথম রিজ লাইনে পৌঁছেন। সাথে পর্যাপ্ত পানি না থাকায় তাদের চলার পথ কঠিন হতে থাকে। হার না মানা এ পর্বতারোহীরা সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে প্রথম রিজ লাইন পার হয়ে বিপজ্জনক দ্বিতীয় রিজ লাইনে ২৩ আগস্ট সকাল ৮টা নাগাদ পৌছেন। ২৩ আগস্ট সকাল ৯.৩০ মিনিটে সামিট সফল করেন। দুঃসাহসিক এ অভিযান সমাপ্ত করে দুপুর ১টায় বেস ক্যাম্পে ফিরে আসেন। অভিযান শেষে ২৭ আগস্ট বাংলাদেশে ফিরে আসেন। উদ্যোমী এ অভিযাত্রীরা স্বপ্ন দেখছেন হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে সফল আরোহনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।