Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপিতে থেকেও নেই শত্রুঘ্ন সিনহা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ৮:১৬ পিএম

কলকাতায় বিজেপি এবং মোদীর বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রেখে বলিউডের সাবেক অভিনেতা শত্রুঘ্ন সিনহা আবার আলোচনায়৷ বিজেপির একাংশ মনে করে তাকে বহিস্কার করা উচিত, তবে অন্য অংশের ধারণা, এতে তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে৷
বিহারের পাটনা সাহিবের বিজেপি সাংসদ বর্ষিয়ান বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷ সম্প্রতি কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি বিরোধী মহাজোট সমাবেশে যোগ দিয়েছিলেন তিনি৷ ব্রিগেডের সভায় দেওয়া ভাষণে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে তিনি আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী এবং দলের অন্য শীর্ষ নেতৃত্বকে৷ প্রশ্ন তোলেন, নোটবন্দি, জ্বালানির মূল্যবৃদ্ধি, পণ্য ও পরিষেবা শুল্ক থেকে রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে৷ তোপ দাগেন মোদী সরকারের বিরুদ্ধে৷ বলেন, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে তা জনগণের সামনে খোলসা না করতে পারলে প্রধানমন্ত্রী মোদীর ‘চৌকিদার চোর হ্যায়’ তকমা মুছে ফেলা যাবে না৷
মোদী সরকারের শুরু থেকেই বিভিন্ন বিষয়ে সরকারি নীতির প্রতিবাদ জানিয়ে এসেছেন শত্রুঘ্ন৷ কখনো ঘরোয়া মহলে, কখনো সভা সমিতিতে৷ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় বিধানসভা ভোটে বিজেপির পতন মোদী সরকারের নীতির ব্যর্থতা প্রমাণ করে৷ ব্রিগেডে তিনি প্রশংসা করলেন রাহুলের নেতৃত্বের৷ বললেন, জনপ্রতিনিধি হিসেবে মোদীর সামনে তিনি আয়না হিসেবে কাজ করবেন কারণ, প্রথমে তিনি জনগণের, তারপর বিজেপির৷
ব্রিগেডে শত্রুঘ্ন সিনহার ভাষণ শেষ হবার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে দল দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেন বিহারের আরেক বিজেপি সাংসদ, বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রুডি৷ তিনি বলেন, ‘নিজের স্বার্থে আসন্ন সাধারণ নির্বাচনের মুখে এখন তিনি নিজের দাম বাড়াতে চাইছেন৷’ বিজেপি মুখপাত্রের উক্তিকে কটাক্ষ করে শত্রুঘ্ন বলেছেন, ‘মেরুদণ্ড সোজা রেখে চললে যদি বিদ্রোহী তকমা দেওয়া হয়, তাহলে ক্ষতি নেই৷’
আসন্ন সংসদীয় নির্বাচনে দল হয়ত তাকে টিকিট না-ও দিতে পারে– তা ধরে নিয়ে শত্রুঘ্ন সিনহা কংগ্রেস, লালু প্রসাদের আরজেডি দল, কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে হৃদ্যতা বজায় রেখে চলেছেন পুরোদমে৷ ব্রিগেড সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুরি ভুরি প্রশংসা করেছেন৷ এ-ও বলেছেন, মমতাই আদর্শ প্রধানমন্ত্রী পদপ্রার্থী৷
পাটনা সাহিব থেকেই ভোটে দাঁড়াবেন শত্রুঘ্ন৷ হ্যাঁ, ইঙ্গিতটা স্পষ্ট৷ তবে হয়ত অন্য পার্টির টিকিটে দাঁড়াবেন৷ বহিষ্কার করা হলে বিহারে শত্রুঘ্ন সিনহা বিজেপির একটা বড় প্রতিপক্ষ হবে৷ বিজেপি সভাপতি সেটা বুঝবেন না এমন বোকা নন৷ ‘বিহারিবাবু’কে ‘শহীদ’ হবার সেই সুযোগ তিনি হয়ত দেবেন না, চাইবেন তিনি নিজে দল থেকে ইস্তফা দিন৷
এই প্রসঙ্গে প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলি ডয়চে ভেলেকে বলেন, ‘বিহারের রাজনীতিতে শত্রুঘ্ন সিনহার আরো একটু বেশি গুরুত্ব প্রাপ্য ছিল৷ তবে সর্বভারতীয় বা জাতীয় স্তরের নেতা হিসেবে তিনি উঠে আসতে পারেননি কখনো৷ মনে হয় এটাই বড় কারণ৷ অনেক দিন ধরেই তাকে সাইডলাইন করা হচ্ছে৷ তাই শত্রুঘ্ন সিনহা এখন নিজেই চাইছেন, তাকে বিজেপি থেকে বহিষ্কার করা হোক৷ অন্য বর্ষীয়ান বিজেপি নেতা যশবন্ত সিনহার মতো নিজে থেকে দল ছাড়তে চাইছেন না৷ মোটকথা, একদিকে বিজেপি নেতৃত্ব মনে করছে শত্রুঘ্ন সিনহাকে বহিষ্কার করা হলে তাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে, অন্যদিকে শত্রুঘ্ন সিনহা নিজে চাইছেন বিজেপি তাকে বহিষ্কার করুক৷ নিজে থেকে দল ছাড়তে চাইছেন না৷ এই ধরনের একটা খেলা চলছে৷
৭২ বছর বয়সি শত্রুঘ্ন সিনহা দু’বারের বিজেপি সাংসদ৷ লোকসভা এবং রাজ্যসভার৷ অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ ২০০৯ সালে ১৫তম লোকসভা নির্বাচনে নির্বাচিত হন প্রথমবার৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ