বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সেনবাগ উপজেলার কল্যান্দি বাজারে তুলার কারখানায় অগ্নিকান্ডের মূল্যবান মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। সোমবার বেলা ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ’মা ব্রেডিং’ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিদিনের মত সকাল থেকে কারখানায় তুলার কাজ চলছিল। বেলা ১১টার দিকে হঠাৎ করে ইঞ্জিনের কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে তুলা’সহ মূল্যবান মালামাল ও যন্ত্রপাতি পুড়ে যায়। এতে অন্তত ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
চৌমুহনী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহবুব এলাহী জানান, খবর পেয়ে চৌমুহনী স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪৫মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুলার কারখানায় ব্যবহৃত মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে এই দূর্ঘটনা ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।