পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মো. সাদত উল্লাহ, বান্দরবান থেকে ঃ বান্দরবানে পাহাড়ের ঢালে ধান-তুলা আন্তঃচাষের মাধ্যমে জুম চাষিদের আয় বৃদ্ধির সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বান্দরবান পাহাড়ী তুলা গভেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বক্তব্যে প্রধান অতিথি বলেন, যখন বাংলাদেশের মানুষ কোটি ছিল, তখন বাংলাদেশে খাদ্য সংকট থাকলেও বর্তমানে বাংলাদেশে খাদ্য সংকট নেই। ভূমির পরিমাণ বাড়েনি। তবে চাষাবাদে আধুনিকতার ছোঁয়া লাগার ফলেই বর্তমানে চাষাবাদ ভাল হচ্ছে। এসময় তিনি শুধু ধান নয়, তামাকের জমিতেও এ তুলা চাষের প্রতি চাষিদের আগ্রহী করে তোলার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, তামাকের জমিতে প্রথমে দুই সারি তামাকের সাথে এক সারি তুলা চাষে আগ্রহী করে তুলতে পারলে পরবর্তীতে তুলার লাভ দেখলে চাষিরা ধীরে ধীরে তামাক চাষ কমিয়ে তুলার প্রতি আগ্রহী হবে। ফলে বান্দরবান থেকে তামাক চাষ কমে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাসা প্রæ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাছিরুজ্জামান, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, তুলা গভেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নুর হোসেনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও তুলা চাষিরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।