Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবিজে নিরাপত্তা দিতে প্রস্তুত তুরস্ক -এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ৪:০৪ পিএম

সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত তুরস্ক। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে শহরটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান। এ ছাড়া কুর্দি যোদ্ধাদের বিষয়েও ট্রাম্প এবং এরদোগান আলোচনা করেছেন বলে জানা গেছে। খবর আল জাজিরা।
মধ্যপ্রাচ্যের সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করে বর্তমানে মার্কিন সমর্থিত কুর্দিশ যোদ্ধাদের দখলে আছে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় মানবিজ শহর। তবে এবার সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণ গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে তুর্কি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে মানবিজে ইসলামিক স্টেট জঙ্গিদের করা হামলায় দুই সেনা সদস্যসহ অন্তত চার মার্কিন নাগরিকের মৃত্যু হয়। মূলত এর পরপরই তুর্কি কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে।
ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্পকে মানবিজ শহরের নিরাপত্তার দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তুরস্ক জানিয়ে এরদোগান বলেন, ‘গত মাসে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করতে সম্পূর্ণ উসকানিমূলকভাবে মানবিজে সেনাদের ওপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এ কারণে শহরটি নিরাপত্তার দায়িত্ব তুর্কি কর্তৃপক্ষকে দিলে তারা তা শক্ত হাতে প্রতিহত করতে সক্ষম হবেন।’
উল্লেখ্য, ২০১৬ সালে আইএস জঙ্গিদের হাত থেকে শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সদস্যরা। গত ১৯শে ডিসেম্বর আকস্মিকভাবে সিরিয়ায় থাকা অবশিষ্ট ২০০০ সেনা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন পরই মানবিজে আইএস’র হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ