জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ‘ডাকাতির প্রস্ততির সময়’ পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল সোমবার ভোরে উপজেলার চাঁনপাড়া সড়কে এ ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি বজলার রহমান জানান।
আহত ছানা মিয়া (৩৫) পাঁচবিবির ঝিনাইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছানা ‘ডাকাত সর্দার’ এবং তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।
ওসি বলেন, একদল ডাকাত চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
“এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ছানা মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।”
ঘটনাস্থল থেকে থেকে একটি রিভলবার ও কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।