Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেবহাটায় গলায় ওড়না পেঁচানো কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১:১৯ পিএম

গলায় ওড়না পেঁচানো এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়।
নিহত কলেজ ছাত্রীর নাম তৌফিকা। সে কুলিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তৌফিকা শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
তৌফিকার মায়ের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বাবা রফিকুল কাজ করতে প্রায়ই সময় বাইরে থাকেন। মেয়েদের নিয়ে মা বাড়িতে থাকেন। নিয়মানুযায়ী শুক্রবার দিবাগত রাতে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে তৌফিকাকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন মা। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও প্রকৃত কারণ জানা যায়নি।
দেবহাটা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ