Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই প্রতিষ্ঠানের দুই বিজ্ঞাপনে বন্যা মির্জা ও চুমকি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

এক বিজ্ঞাপনে ভিন্ন দুই গল্পের বিজ্ঞাপনে মডেল হলেন অভিনেত্রী বন্যা মির্জা ও ফারজানা চুমকী। আইএফআইসি ব্যাংকের নতুন সেবা ‘আমার অ্যাকাউন্ট’র প্রচারনার জন্য তারা দু’জন আপন আহসানের নির্দেশনায় মডেল হয়েছেন। এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি শূটিং বাড়িতে বিজ্ঞাপনের শূটিং-এর কাজ সম্পন্ন হয়েছে। নির্মাতা সৈয়দ আপন আহসান বলেন, ‘বন্যা এবং চুমকী দু’জনই প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী। যেহেতু এবারের বিজ্ঞাপন দুটিই অভিনয় নির্ভর এবং সংলাপ নির্ভর, তাই যারা মঞ্চে এবং টিভিতে অভিনয় করে অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন আমি তাদের নিয়েই কাজ করতে চেয়েছি। তাই দুটি বিজ্ঞাপনে বন্যা মির্জা এবং ফারজানা চুমকীকে নিয়ে কাজ করেছি। কারণ এই দুটি বিজ্ঞাপনে অভিনয় এবং সংলাপ দুটোই জরুরী ছিলো। বন্যা এবং চুমকী দু’জনই খুব ভালো করেছে। আমি দু’জনের কাজ নিয়েই আশাবাদী।’ বন্যা মির্জা বলেন, ‘আপন ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। ইউনিট খুবই ভালো। সবকিছু মিলিয়ে পরিবেশ ছিলো খুব চমৎকার। আপন ভাইয়ের নির্দেশনাও দারুণ উপভোগ করেছি। সবমিলিয়ে আমার কাছে এটাই মনে হয়েছে যে, একটি পূর্ণ পেশাদার টিমে কাজ করেছি, কাজটিও ভালো হয়েছে। আমি খুব আশাবাদী নতুন বিজ্ঞাপনটি নিয়ে।’ ফারজানা চুমকী বলেন, ‘নির্মাতা হিসেবে আপন ভাই প্রতিষ্ঠিত একজন নির্মাতা। এই বিজ্ঞাপনে আমাকে একজন গৃহিনী হিসেবে দেখা যাবে। আপন ভাইয়ের কাজ বেশ গুছানো কাজ এবং পরিপাটি। যে কারণে কাজ করে বেশ ভালো লেগেছে।’ সৈয়দ আপন আহসান জানান, জানুয়ারি মাসের শেষপ্রান্তে বিজ্ঞাপন দুটি প্রচারে আসবে। বন্যা মির্জা বর্তমানে অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের ‘হেড অব মার্কেটিং’ হিসেবেও কর্মরত। এরইমধ্যে তিনি শেষ করেছেন ওমর ফারুকের ‘মা’ সিনেমার কাজ। ফারজানা চুমকী অভিনীত ‘সুখের গাঁও কতোদূর’ বিটিভিতে এবং সাঈদ রিংকু পরিচালিত ‘শহর থেকে দূরে’ দূরন্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ