পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে সততার দৃষ্টান্ত হয়ে আছেন। তিনি শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি সারা বিশ্বে মানবতার নেত্রী। উন্নয়ন করেন শেখ হাসিনা, আমরা শুধু বাস্তবায়নের বাহক মাত্র। তাই শেখ হাসিনা ভাল থাকলেই বাংলাদেশের মানুষ ভাল থাকবে। এজন্য তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করতে হবে। গতকাল বুধবার দুপুরে কালকিনি পৌরসভা মাঠে ২সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পৌর মেয়র এনায়েত হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, ইউএনও আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীসহ স্থানীয় নের্তৃবৃন্দ।
এর আগে অফিার্স ক্লাবে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপকে সংবর্ধনা দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।