মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাইওয়ানকে সাবমেরিন তৈরির প্রযুক্তি দিয়ে সহায়তা না করতে যুক্তরাষ্ট্র, ভারত ও অন্যান্য দেশকে সতর্ক করেছে চীন। সোমবার এক কড়া বার্তায় দেশটি জানায় যে এ ধরনের পদক্ষেপ ‘বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে’। তাইওয়ানের সাবমেরিন তৈরির প্রচেষ্টায় অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলোর সঙ্গে ভারতের একটি কোম্পানিও রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। মোট ছয়টি কোম্পানি তাইওয়ানকে সাবমেরিন তৈরির ডিজাইন সরবরাহ করেছে। চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনিং বলেন, তাইওয়ারের কাছে যেকোন দেশের অস্ত্র বিক্রি এবং যেকোন ধরনের সামরিক সংযোগ থাকার বিরোধী চীন। এই অবস্থান সুদৃঢ় এবং স্পষ্ট। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে বিষয়টির স্পর্শকাতরতা পুরোপুরি অনুধাবন করার জন্য আহ্বান জানাচ্ছি। এক চীন নীতি মেনে চলা এবং তাইওয়ানের সাবমেরিন কর্মসূচিতে কোন কোম্পানিকে অংশগ্রহণের অনুমতি না দিতে ও তাইওয়ানের সঙ্গে যেকোন ধরনের সামরিক সংযোগ বন্ধ করতে সনির্বদ্ধ অনুরোধ জানানো হচ্ছে। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা এড়াতে সমস্যাটি বিচক্ষণার সঙ্গে ও যথাযথভাবে সামাল দিতেও দেশগুলোর প্রতি আহ্বান জানায় বেইজিং। স্বশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ বলে চীন মনে করে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।