মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দু’টি প্রকল্পের উদ্বোধনে মঙ্গলবার কেরালা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে ১৩ কিলোমিটার দীর্ঘ কোল্লাম বাইপাস ছিল অন্যতম। বহু প্রতীক্ষিত এই প্রকল্প উদ্বোধন করতে গিয়ে নেট দুনিয়ায় ট্রোলড হলেন ভারতের প্রধানমন্ত্রী। মূলত সেখানকার শাসক দল সিপিএমের অনুসারী ও বুদ্ধিজীবী সমালোচনাতেই বিদ্ধ হয়েছেন তিনি।
প্রকল্পের উদ্বোধন নিয়ে সমালোচনার সুরটি ছিল কম বেশি একই রকম। মালয়ালাম লেখক এএস মাধবন টুইটে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছেন, ‘স্মৃতি ইরানির উপর আমার সম্মান হঠাৎই বেড়ে গেল। তিনি তো তাও বাড়ির কাছে একটা সিটি স্ক্যান মেশিনের উদ্বোধনে গিয়েছিলেন। এ বার মোদীকে দেখুন, ১৩ কিলোমিটার একটি বাইপাস উদ্বোধন করতে ৩ হাজার ৫০০ কিলোমিটার পাড়ি দিলেন।’
কেরালার সাংবাদিক অনিল ফিলিপ লিখেছেন, ‘৪৭ বছর আগে জাতীয় সড়কের উপর এই ১৩.১৪ কিলোমিটার বাইপাস করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ৪০ বছর আগে এ জন্য জমি অধিগ্রহণ করা হয়। এই রাস্তা তৈরির কাজ শুরু হয় ২৮ বছর আগে। অথচ সকলেই এই বাইপাস তৈরির প্রশংসা কুড়োতে মাঠে নেমে পড়েছে।’
বিজেপি অবশ্য মোদীর এই ট্রোলিংকে মোটেই হাল্কা ভাবে নেয়নি। বিজেপির রাজ্য সভার সাংসদ ভি মুরলীধর সিপিএমকে দায়ী করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী এখানে এসেছেন দু’টি প্রকল্পের উদ্বোধন ও একটি রাজনৈতিক মিটিং করতে। প্রথম দু’টি তার কর্তব্য, পরেরটি তার অধিকার।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।