মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাগেশ্বর রাওকে কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর (সিবিআই) অন্তর্বর্তীকালীন প্রধান করার সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে পিটিশন দায়ের হয়েছে, সুপ্রিম কোর্টে তার শুনানি হবে আগামী সপ্তাহে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচক কমিটি অলোক বর্মাকে সিবিআই প্রধানের পদ থেকে বরখাস্ত করার পর গত শুক্রবার তার স্থলাভিষিক্ত হন নাগেশ্বর রাও।
নিয়োগ পেয়েই আগের দু’দিন যে সব সিদ্ধান্ত নিয়েছিলেন বর্মা, তার সবগুলিই বাতিল করে দেন রাও। তার পর দেশের বিভিন্ন প্রান্তে সিবিআইয়ের শাখাগুলিতেও ব্যাপক রদবদলের প্রক্রিয়া শুরু হয়।
রাওকে কার্যনির্বাহী সিবিআই প্রধান করার সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি অসরকারি সংস্থা (এনজিও) গত সোমবার পিটিশন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন একটি বেঞ্চে। বলা হয়, ওই সরকারি সিদ্ধান্ত ‘অনৈতিক, অবিবেচনাপ্রসূত ও তা দিল্লি পুলিশ স্পেশাল এস্টাব্লিশমেন্ট (ডিপিএসই) অ্যাক্ট লঙ্ঘন করেছে।’ ওই যুক্তিতেই সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্ত বাতিলের আর্জি জানানো হয় পিটিশনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।