Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

কুম্ভ মেলায় ৫ হাজার কোটি খরচ করছে উত্তরপ্রদেশ সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ৬:৩৬ পিএম

এবারের কুম্ভমেলার জন্য প্রায় ৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরপ্রদেশ সরকার। এর আগে ২০১৩ সালে মহা কুম্ভের জন্য রাজ্য সরকার খরচ করেছিল প্রায় ১৫০০ কোটি টাকা। অর্থমন্ত্রী রাজেশ আগরওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন।
অর্থমন্ত্রী জানান, মেলার সুযোগ সুবিধা বাড়ানোই আমাদের লক্ষ্য। তাই কয়েকটি ক্ষেত্রে ঝুঁকিও নিতে হচ্ছে আমাদের। কুম্ভ মেলা ছাড়া বিশ্বের আর কোথাও একটি মাত্র বিশ্বাসকে পাথেয় করে এত বেশি সংখ্যায় জন সমাগম হয় না।
গতবারের চেয়ে এবার প্রায় তিন গুণ বেশি অর্থ খরচ করছে রাজ্য। শুধু তাই নয় কোনও কুম্ভ মেলায় এর চেয়ে বেশি অর্থ খরচ হয়েছে কিনা তা নিয়ে সংশয় আছে। টাকার পরিমাণের সঙ্গে সঙ্গে বেড়েছে মেলার জায়গাও। এর আগে সমস্ত মেলা হত ১৬০০ একর জায়গা জুড়ে। এবার হচ্ছে ৩২০০ একর জায়গা নিয়ে। হিন্দু শাস্ত্র মতে প্রতি ছয় বছর পর পর হয় অর্ধকুম্ভ মেলা। আর পূর্ণ কুম্ভ হয় এক যুগ মানে বারো বছর বাদে। গত মঙ্গলবার থেকে তা শুরু হওয়া এ মেলা সব মিলিয়ে ৪৮ দিন ধরে চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ