Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় বিয়েও টিকছে না শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১১:৪১ এএম

২০১৮ সালের ১০ জুলাই ধুমধাম করে কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন শ্রাবন্তী। প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পরে তিনি এই সুপার মডেলকে বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় বিয়ের মাস তিনেক পর থেকেই বিয়ে ভাঙার খবর ছড়িয়ে পড়ে।
মিউচুয়াল ডিভোর্সের মামলা ফাইল করতে মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে যান টলি-নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আদালতে উপস্থিত ছিলেন তার স্বামী তথা সুপার মডেল কৃষ্ণ ভিরাজও। শ্রাবন্তীর সঙ্গে এসেছিলেন তার বাবা, মা। তবে কোর্ট থেকে বেরিয়ে তারা কেউই এ বিষয়ে মুখ খোলেননি। স্বামী কৃষ্ণ ভিরাজও কোনো কথা বলেননি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিচারক রবীন্দ্রনাথ সামন্তর কোর্টে তারা মিউচুয়াল ডিভোর্সের মামলা ফাইল করেছেন। কোর্ট থেকে দুজন দু’দিকের গেট দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে গাড়িতে ওঠেন। অভিনেত্রীকে এক পলক দেখতে আদালত চত্বরে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
আলিপুর জাজেস কোর্ট সূত্রে জানা গেছে, মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে সিদ্ধান্ত বদলানোর জন্য সাধারণত ৬ মাস সময় দেয়া হয় দম্পতিদের। কিন্তু তার পরেও তারা সিদ্ধান্তে অবিচল থাকলে ডিভোর্সের প্রক্রিয়া এগোয়। এক্ষেত্রে আপাতত শ্রাবন্তী-কৃষ্ণ ভিরাজকে অপেক্ষা করতে হবে ৬ মাস।



 

Show all comments
  • Jamiul ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৫৫ পিএম says : 0
    Why?
    Total Reply(0) Reply
  • Jahid ৫ মার্চ, ২০১৯, ১২:০৪ পিএম says : 0
    I want marriage you sabonti
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টালিগঞ্জ

১৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ