Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণ প্রজন্মের সন্ধানে স্কোয়াশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

  নিজেদের কোন কোর্ট না থাকলেও বছরের পর বছর কার্যক্রম ঠিকই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন। বিভিন্ন বাহিনীর কোর্ট, ক্যাডেট কলেজ এবং ঢাকা ও গুলশান ক্লাবের কোর্টই তাদের ভরসা। এসব কোর্টে খেলেই দেশের বড় তারকা হয়েছেন স্বপন পারভেজ, মাসুদ রানা, রাজু রাম ও শহীদরা। ২০১০ ঢাকা এসএ গেমসে স্কোয়াশ ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হয়েছিল ঢাকা ক্লাবে। সেখানে ব্রোঞ্জপদক জিতেছিল বংলাদেশ। নিজস্ব কোর্ট না থাকায় অন্যের দ্বারে দ্বারে ঘুরে এবার তরুণ প্রজন্মের সন্ধানে নেমেছে স্কোয়াশ ফেডারেশন। বিভিন্ন স্কুলে তারকা খেলোয়াড়রা কোচিং করিয়ে গড়ে তুলছেন নতুন প্রজন্ম। সম্প্রতি চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে ২৪ জন ছাত্রদের অংশগ্রহনে শুরু হয় সাত দিনব্যাপী স্কোয়াশ কোচিং কার্যক্রম। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর চারজন করে ছাত্র অংশ নিচ্ছেন এই কোচিংয়ে। যেখান থেকে চূড়ান্তভাবে চারজনকে বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবে ফেডারেশন। আগামী ২ ফেব্রæয়ারি ঝিনাইদহ ক্যাডেট কলেজে শুরু হবে পরবর্তী কোচিং কার্যক্রম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তরুণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ