বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর চাটখিলে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে মোঃ তারেক (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে ৭ নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত তারেক ওই এলাকার বক্তারপুর হাজী বড়ির অটোরিক্সা চালক শামসুল আলমের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৮টার দিকে তারেক তার বন্ধুদের নিয়ে ধানক্ষেতের পাশদিয়ে যাওয়ার পথে অন্ধকারে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়। এ সময় বন্ধুদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তারেককে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ থানায় অভিযোগ করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।