Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরু দত্তকে সরকারি সম্মান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সরকারে যেই আসুক, গো-রাজনীতি থেকে সরে আসার লক্ষণ নেই রাজস্থানে। সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার এবার ঘোষণা করল, ভবঘুরে গরু দত্তক নিলেই এবার থেকে সরকারের পক্ষ থেকে দেয়া হবে বিশেষ সম্মান। প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের দিন ওই সম্মানে ভূষিত করা হবে গরু দত্তক নেয়া ব্যক্তিদের।

ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সমস্ত জেলার প্রশাসকদের এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, আগ্রহী সাধারণ মানুষ বা সমাজসেবী সংগঠনকে এই দত্তক নেয়ার কাজে যেন জেলাপ্রশাসনও আগ্রহী করে তোলে। সেইসমস্ত ব্যক্তি বা সংগঠনকে সরকারি সম্মানের বিষয়টিও ভালো করে বুঝিয়ে বলার নির্দেশও দেয়া হয়েছে।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, অনেকেই আছেন গরুদের দেখভাল করতে উৎসাহী। তারা জীবনের বিশেষ দিনগুলিও গো-সেবার মাধ্যমেই সেলিব্রেট করেন। এর সঙ্গে সরকারি সম্মানের বিষয়টি যোগ হলে তাতে মানুষের আগ্রহ আরও বাড়বে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু

২ মার্চ, ২০২২
২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ