মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সরকারে যেই আসুক, গো-রাজনীতি থেকে সরে আসার লক্ষণ নেই রাজস্থানে। সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার এবার ঘোষণা করল, ভবঘুরে গরু দত্তক নিলেই এবার থেকে সরকারের পক্ষ থেকে দেয়া হবে বিশেষ সম্মান। প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের দিন ওই সম্মানে ভূষিত করা হবে গরু দত্তক নেয়া ব্যক্তিদের।
ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সমস্ত জেলার প্রশাসকদের এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, আগ্রহী সাধারণ মানুষ বা সমাজসেবী সংগঠনকে এই দত্তক নেয়ার কাজে যেন জেলাপ্রশাসনও আগ্রহী করে তোলে। সেইসমস্ত ব্যক্তি বা সংগঠনকে সরকারি সম্মানের বিষয়টিও ভালো করে বুঝিয়ে বলার নির্দেশও দেয়া হয়েছে।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, অনেকেই আছেন গরুদের দেখভাল করতে উৎসাহী। তারা জীবনের বিশেষ দিনগুলিও গো-সেবার মাধ্যমেই সেলিব্রেট করেন। এর সঙ্গে সরকারি সম্মানের বিষয়টি যোগ হলে তাতে মানুষের আগ্রহ আরও বাড়বে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।