বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশুলিয়ায় দিনমজুর দম্পতির হাত-পা বেঁধে সর্বশেষ সম্বল ৩ টি গরু লুট করে নিয়েছে দূবৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার ধলপুর এলাকায় দিনমজুর শের আলীর ঘরে এই ঘটনা ঘটে।
মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জইন্তা গ্রামের বাসিন্ধা শের আলী এই এলাকার রশিদ সিকদারের জমি ভাড়া নিয়ে টিনের ঘরে তার পরিবার নিয়ে বসবাস করতো। সেখানেই ৩টি গরু লালন পালন করতো সে।
শের আলী জানান, গোয়াল ঘরে সাথে টিনের ছাপড়ায় স্বামী-স্ত্রী ঘুমাচ্ছিলেন। ভোরের দিকে এসে ঘুমের মধ্যেই আমার গলা চেপে ধরে কেউ। চোখ খুলে দেখিন ৪ জন লোক। তারা সবাই প্যান্ট ও মুখে মাস্ক পড়া। পাশে আরও দুইজন আমার স্ত্রীর গলার চেইন ও কানের দুল খুলে নিচ্ছে। তারপর কিছু বুঝে উঠার আগেই মারধর করে আমাদের দুইজনের হাত-পা বেঁধে উল্টো করে ফেলে রাখে।
টিনের আরেক ঘরে আমার ছেলেকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে একজন দাড়িয়ে থাকে। যাওয়া সময় আমার গোয়ালে থাকা শেষ সম্বল ৩টি গরুও নিয়ে যায় তারা। পরে আমার ছেলে বের হয়ে আমার বাঁধন খুলে দেয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।