Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের প্রজাতন্ত্র দিবসের মহড়ায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ৯:৩৩ এএম

ভারতের প্রজাতন্ত্র দিবসের মহড়ার সময় চুপিসারে ঢুকে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছেন এক নারী। এতে মহড়া এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ঘটনা ঘটার পর সে নারীকে আটক করা হয়েছে।

ইন্ডিয়া গেটে কঠোর নিরাপত্তা অঞ্চলে রবিবার কিভাবে এ ঘটনা ঘটল, তা তদন্ত শুরু হয়েছে।

ভারতের সশস্ত্র বাহিনীর নিহত সেনাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের কাছে যেতে চাইলে ইন্ডিয়া গেটে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে বাধা দেন। এসময় ওই নারী দায়িত্বরত সেনাদের ধাক্কা দেন বলে জানা গেছে।

ওই নারীকে ধরে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন তার স্বজনরা। মুম্বাইয়ে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাবে বলে ওই নারী বাড়ি থেকে বের হন। কিন্তু কোনো কারণে তিনি দিল্লিতে নামেন। নিজামাবাদ এলাকায় ওই নারী নিখোঁজ বলে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনও বলছে, তিনি মানসিকভাবে অসুস্থ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ