মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পরিবারের রক্ষণশীলতা থেকে মুক্তি পেতে পালিয়ে বর্তমানে কানাডায় আশ্রয় পাওয়া সেই সউদী তরুণীকে ‘সাহসী নাগরিক’ হিসেবে অবহিত করেছে কানাডা সরকার। শনিবার স্থানীয় সময় টরন্টো বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে গিয়ে কানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড এ মন্তব্য করেন। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রাহাফ মোহাম্মেদ আল কুনুন নামে ১৮ বছর বয়সী সেই সউদী তরুণী গেল সপ্তাহে পরিবারের সঙ্গে কুয়েত বেড়াতে এসে আচমকাই থাইল্যান্ডে পালিয়ে যান। পরে সেখান থেকে তিনি পালিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার সময় সউদী দূতাবাসের কর্মীরা তাকে ব্যাংককের একটি হোটেল কক্ষ থেকে আটক করেন। মূলত সেখান থেকে তাকে আবারও নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেন দূতাবাস কর্মীরা।
তবে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি অবহিত করেন সেই সউদী তরুণী। সে সময় তিনি বলেন, ‘দেশে ফিরে গেলে আমাকে হত্যা করা হবে। তাই আমাকে কানাডা কিংবা অস্ট্রেলিয়ায় আশ্রয় দিন।’ পরে জাতিসংঘের মধ্যস্থতায় অবশেষে কানাডায় আশ্রয় পান পরিবারের রক্ষণশীলতা থেকে মুক্তি পেতে বাড়ি থেকে পালানো সেই সউদী তরুণী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।