মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কালো ঘাসফড়িংয়ে ছেয়ে গেছে মুসলমানদের সবচেয়ে পবিত্রতম ধর্মীয় স্থান সউদী আরবের মক্কার কাবা প্রাঙ্গণ। সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সম্পূর্ণ কাবা ঘরের প্রাঙ্গণ জুড়ে উড়ছে অসংখ্য কালো ঘাসফড়িং।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় পুরোপুরি বিপাকে পড়েছেন স্থানীয় মুসল্লিরা। একইসঙ্গে বিপাকে আছেন কাবার পরিচ্ছন্নতা কর্মীরাও। এসব পতঙ্গ পরিষ্কার করতে নেমে রীতিমত গলদঘর্ম হচ্ছেন তারা। প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহারের পরেও সরানো যাচ্ছে না এই ঘাসফড়িংয়ের দলটিকে।
এ দিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আচমকা উড়ে আসা এই বিশাল পতঙ্গের দলটিকে দমনের জন্য ইতোমধ্যে কীটপতঙ্গ দমন বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। এই কালো ঘাসফড়িং দমনে তাদের ২২টি দলের মোট ১৩৮ জন সদস্য একসঙ্গে কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যাতে করে এই পতঙ্গ দমনের মাধ্যমে আল্লাহর ঘরের মেহমানদের স্বস্তি নিশ্চিত করা যায়।’
উল্লেখ্য, কাবা ঘরের আশেপাশে থাকা নালাগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছেন সউদীর কীটপতঙ্গ বিশেষজ্ঞ দলের সদস্যরা। কারণ এই রকম জলমগ্ন স্থানেই এসব পতঙ্গ তাদের বংশবিস্তার করে থাকে। সূত্র: আল আরাবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।